সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৭:৫০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৭:৩৯ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যা ছয়টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট আয়োজন করেছে ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আয়োজন।
এতে পরিবেশিত হবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।
দেশব্যাপী আয়োজনের সাথে সাথে সিলেট বিভাগীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
এএফ/০১