সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৩
০৯:০০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:৫৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে প্রেমিকসহ আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
মনিরা উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর মেয়ে ও প্রেমিক ফেরদৌস একই উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী মিনহাজ উদ্দিন কুয়েত থাকা অবস্থায় তার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন, সেখানে ফেরদৌসের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিছুদিন আগে মিনহাজ দেশে ফেরেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের কক্ষে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। গভীর রাতে ফেরদৌস তাদের ঘরে প্রবেশ করলে প্রেমিক আর স্ত্রীকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান মিনহাজ। এতে ক্ষিপ্ত হয়ে মিনহাজ উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় তারা। শব্দ শুনে পাশের ঘরে থাকা তার ভাই আর বাবা মিনহাজকে উদ্ধার করে প্রেমিকসহ স্ত্রীকে আটক করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানা নিয়ে আসে।
এ ঘটনায় আহত কুয়েত প্রবাসী মিনহাজ উদ্দিন (৩১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামের নূর মিয়ার ছেলে।
এএফ/০৮