সিলেটে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৫, ২০২৩
০৪:২০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৩
০৪:২৮ পূর্বাহ্ন



সিলেটে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


উন্নয়নমূলক কাজের জন্য সিলেট নগর এবং জেলার বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও বিশ্বনাথ জোনাল কার্যালয়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন মূলক কাজের জন্য ৩৩ কেভি ফিডার এবং ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট নগরের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশে-পাশের এলাকায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলার সকল এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার লালবাজার ইউনিয়ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এএফ/০১