সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দুলালের মতবিনিময় সভা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৫, ২০২৩
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৩
০১:০৮ পূর্বাহ্ন



সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দুলালের মতবিনিময় সভা


বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

ডা. দুলাল বলেন, সেই ছাত্রজীবন থেকে দীর্ঘ ৫০বছর ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমার সব সময়ের স্বপ্ন-সাধনা দেশের উন্নয়নে কাজ করা। সেই স্বপ্ন বাস্তবায়নে, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। তিনি স্থানীয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতীতের মতো এবারও আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ ব্যাপারে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। 

বালাগঞ্জ উপজেলা সদরস্থ লতিফা কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত মতবিনিময়কালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ূন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম.এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুস সহিদ দুলাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহিন, মো. জিল্লুর রহমান জিলু, হুসাইন আহমদ, শামীম আহমদ, আবুল কাসেম অফিক, আব্দুল কাদির, এসএম হেলাল, আব্দুস শহিদ, আবুল হোসেন ইমন, তারেক আহমদ, জাকির হোসেন, রাজিব আহমদ রাজিন প্রমুখ।

ডা. দুলাল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে তার নির্দেশনায় দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচনী এলাকায় মেডিকেল ট্রেনিং স্কুল, নার্সিং কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রস্থাপনসহ শিক্ষা, কৃষি, যোগাযোগ ক্ষেত্রে টেকসই উন্নয়ন কাজ করব।

এএন/০২