ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৩
১১:৫১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৩
১১:৫১ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার বুড়ি বরাক নদী থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলেশিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুর বয়স একদিন হবে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, বুধবার সকালে বুড়ি বরাক নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।
এএফ/১১