জৈন্তাপুরে প্রাইভেটকারে ২৯৭ পিস ভারতীয় মোবাইল

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৩, ২০২৩
১১:৩৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৩
০৯:০৪ অপরাহ্ন



জৈন্তাপুরে প্রাইভেটকারে ২৯৭ পিস ভারতীয় মোবাইল


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার আটক করে ২৯৭ পিস ভারতীয় চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ।  এসময় মো. ইউসুফ আলী (৪০) নামে একজনকে আটক করা হয়। 

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মোহাম্মদ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে উপপরিদর্শক মির্জা শাফায়েত সহ কর্মকর্তারা জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী পরিচালনা করেন। সাড়ে সাতটার দিকে সিলেটমুখি একটি প্রোবক্স প্রাইভেটকার আসলে সিন্যাল দেওয়া হলে তা অমান্য করে সেটি সিলেটের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন জৈন্তাপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটিকে ধাওয়া করে জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের কাটাগাঙ এলাকায় গতিরোধ করেন। এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে ২৯৭ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করেন। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গাড়িকে ধাওয়া করে আটক করা হয়। এসময় ১৯৭ পিস ভারতীয় মোবাইল ফোন সেটসহ একজনকে আটক করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।


এএফ/১০