সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩
০৫:০৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৩
০৩:৩৫ পূর্বাহ্ন
-ফাইল ছবি
সিলেট নগরের টুকেরবাজার এলাকায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, টুকেরবাজার এলাকায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। আজ টুকের বাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামন পর্যন্ত অভিযান চলবে।
এসব এলাকার লোকদের ৬ মাস আগেই নোটিশ ও মাইকিং করা হয়েছিল তবুও তাদের টনক নড়েনি। তাই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
অভিযানে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব উপস্থিত আছেন।
আরসি-০৩