নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৩
০৩:৩৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২৩
০৩:৫৩ পূর্বাহ্ন
সিলেট নগরের মিরাবাজারস্থ দাদা পীর মাজার সংলগ্ন ‘বিরতি সিএনজি ফিলিং স্টেশনে’ বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ স্টেশনের ব্যবস্থাপক রুমেল সিদ্দিক (২৮) ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রুমেল সিলেটের বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা। তিনি ওই পেট্রোল পাম্পের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
রুমেল সিদ্দিকের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই আহমেদ শাহনুর।
তিনি বলেন, ‘দগ্ধ ৪ জন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এর মধ্যে আমার ভাই সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা গেছেন।’
রাতেই ঢাকা থেকে লাশ সিলেটে নিয়ে আসার চেষ্টা করছেন বলে তিনি জানান।
পড়ুন: মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিষ্ফোরণ, দগ্ধ ৯ |
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী।
আহতরা ছিলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে। পরে বুধবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।
এএফ/০৯