সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৩
০৭:৪৩ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন তিন জন ডিন নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম।
সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এএফ/০৬