সিলেটে রাস্তা পেরুতে গিয়ে প্রাইভেটকার চাপায় মা-ছেলে নিহত

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২৩
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৩
০৭:৪৩ অপরাহ্ন



সিলেটে রাস্তা পেরুতে গিয়ে প্রাইভেটকার চাপায় মা-ছেলে নিহত


সিলেটের ওসমানীনগর উপজেলায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার চাপায় ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়েছেন।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইলাশপুর নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তাঁর ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার হচ্ছিলেন মা-ছেলে। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলে থাকা ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’



এএফ/০৯