খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাবিপ্রবি ছাত্রদলের দোয়া

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ১০, ২০২৩
১০:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২৩
১০:২৪ অপরাহ্ন



খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাবিপ্রবি ছাত্রদলের দোয়া


জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া'র রোগ মুক্তিতে দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদল।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন।

তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার বাদে আছর নগরের আলী বক্স জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

এ সময় শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন, ছাত্রদল নেতা রাহাত জামান,নাঈম সরকার, সোহাগ,মারুফ বিল্লাহ, মিঠু, সফর উদ্দিন বর্ণসহ ৩০জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


এইচএন-০১/এএফ-০৩