গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে ঘোষণা দিয়েছেন। এজন্যে স্মার্ট নাগরিক প্রয়োজন, আমাদের সন্তানদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বাংলার পাশাপাশি ইংরেজী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।’
শনিবার গোলাপগঞ্জ পৌরসভার হাজী জসির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফ ইকবাল স্মৃতি ইংরেজি ভোকাবুলারি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মনজুর শাফি বলেন, ‘ভোকাবুলারি আয়ত্ব না করে ইংরেজী শেখা যাবে না।’ এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজের হিসাব নিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে ।
মঞ্জুর কাদির শাফি এলিমের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত ভোকাবুলারি প্রতিযোগিতা শেষে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদারের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম ।
হাজী জসির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর কাউন্সিলর ফজলুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আমনিয়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান আজম, উপজেলা আওয়ামীলীগের সদস্য অরুন কুমার দে, জাতীয় গনমাধ্যম কমিশন সিলেট জেলা সভাপতি আমিনুল হক লিটন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, সহকারি শিক্ষক মাহবুবুর রহমান শিবলু, হানিফ আহমদ ও রিবলু মিয়া প্রমূখ।
গোলাপগঞ্জ উপজেলায় ইংরেজী শিক্ষা প্রসারের লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের ন্যায় গোলাপগঞ্জ পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি কিন্ডার গার্ডেন স্কুলের ৯১জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশগ্রহণ করে এবং বিজয়ী ১৫জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এফএমএ-০১/এফ-০৯