আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৯, ২০২৩
০৯:৩১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২৩
১০:১২ অপরাহ্ন



আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট


সিলেটে দশ দিনের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। 

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। 

রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪ মাত্রার। এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের কাছাড় এলাকা। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ভারতের আসামের কাছাড়ে।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।

এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।


এএফ/০৮