বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা কমিটি অনুমোদন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২৩
০৫:০০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২৩
০৫:০৮ অপরাহ্ন



বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা কমিটি অনুমোদন
সভাপতি ফকির মাহমুদা আক্তার, সাধারণ সম্পাদক বাউল প্রবাসী নুরুল


বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুছ ছোবহান সরকার ও মহাসচিব মো. আবুল সরকার স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন। 

ফকির মাহমুদা আক্তারকে সভাপতি ও বাউল প্রবাসী নুরুলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি বাউল লোকমান সরকার, গীতিকার রঙিলা সেলিম, বাউল কুদরত ফকির, বাউল মোশারফ হোসেন রাশেদ ও বাউল মুরাদ আহমদ, যুগ্ম সম্পাদক বাউল জাহেদ সরকার ও শাহ জাহান খান, সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী আনোয়ারা বেগম, প্রচার সম্পাদক বাউল আব্দুল কাদির, কোষাধ্যক্ষ বাউল শিল্পী রত্না আক্তার, দপ্তর সম্পাদক বাউল শিল্পী চাঁদনী, মহিলা বিষয়ক সম্পাদক বাউল শিল্পী খুশি নুরী, সমাজ কল্যান সম্পাদক বাউল শিল্পী জামিল সরকার ও সাংস্কৃতি সম্পাদক জমির দেওয়ান, কার্যকরী সদস্য ফিরোজ আহমদ, বাউল শিল্পী মারুফা দেওয়ান, বাউল শিল্পী দেওয়ান, বাউল শিল্পী মায়া বেগম ও যন্ত্র শিল্পী আব্দুল কাদির। 

এএন/০১