নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৭, ২০২৩
০৩:৪৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২৩
০৪:০৩ পূর্বাহ্ন
সিলেটের মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে যাওয়া ৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় প্রেরণ করেছেন। বাকিরা নিজ উদ্যোগে ঢাকায় চিকিৎসার জন্য গেছেন।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।
তাদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, দগ্ধদের জন্য ৪ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকীদের শরীরও ১৫ থেকে ৩০ শতাংশ পুড়েছে। ফলে সবার অবস্থাই সিরিয়াস।
দগ্ধ উৎপল দাসের এক স্বজন বলেন, রোগির অবস্থা কালকে থেকে আজ আরো খারাপ হয়েছে। এখন ঢাকায় নিয়ে যাওয়া হবে। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয় কিভাবে বহন করব।
তিনি বলেন, এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কেবল ১০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। আর কেউ কোন টাকা দেননি।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাম্প বন্ধের সময়েও খোলা ছিলো বিরতি সিএনজি ফিলিং স্টেশন। সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটির কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কম্প্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ বলেন, ফিলিং স্টেশন কর্তপক্ষের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো। একারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে।
তবে ফিলিং স্টেশনটির স্বত্তাধিকারী আফতাব আহমদ লিটন বলেন, সন্ধ্যার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ওই সময় কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।
এএফ/০৬