সিলেটের হোটেলে বৃদ্ধের, মসজিদের পুকুরে ইমামের লাশ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৬, ২০২৩
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২৩
০৩:২০ পূর্বাহ্ন



সিলেটের হোটেলে বৃদ্ধের, মসজিদের পুকুরে ইমামের লাশ


সিলেট নগরের লালবাজার এলাকায় হোটেল থেকে আব্দুর রউফ (৭০) নামের এক বৃদ্ধের এবং জেলার গোয়াইনঘাট উপজেলায় পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে লাশ দুটি উদ্ধার করা হয়।

আব্দুর রউফ সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজার এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।

জানা গেছে, হোটেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে নগরের লালবাজার এলাকার আজাদ বোর্ডিং নামের আবাসিক হোটেলের নিচতলার একটি কক্ষ থেকে মঙ্গলবার বেলা ৩টার আব্দুর রউফের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহ বিবস্ত্র অবস্থায় ছিল এবং লাশের পাশে কিছু ওষুধ ও তাবিজ পড়ে ছিল।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

এর আগে দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদেও পুকুর থেকে আলাউদ্দিন নামে ইমামের লাশ করা হয়।

জানা গেছে, আট মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদে (বড় মসজিদে) ইমামের দায়িত্ব পালন করছিলেন।

প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসলে খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন আলাউদ্দিন। পুকুরে গোসল করতে আসা মানুষ পুকুর ঘাটে তার কাপড় দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার লাশ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মৃতদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


এএফ/১১