বিছনাকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, ছয় লাখ টাকা জরিমানা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২৩
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২৩
০৬:৫২ পূর্বাহ্ন



বিছনাকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, ছয় লাখ টাকা জরিমানা


সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকালে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বালুবাহী ১৫টি নৌকাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পয়েন্ট পর্যন্ত পরিচালনা করা হয় এই অভিযান।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্র্যাষ্ট তানভীর হোসেনের নেতৃত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি বিছনাকান্দি কোম্পানির সদস্যরা অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর উপজেলা প্রশাসনের নিকট পৌঁছেলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্র্যাষ্ট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার দিনভর রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করে ছোট বড় ১৫টি বালুবাহী নৌকাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


এএফ/০৯