সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২৩
০৯:৪৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২৩
০৯:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ফলে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেশার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিস সূত্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন ‘দুপুর ১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আাংঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে এবং কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
এএফ/০৬