সিলেট ক্লাব লিমিটেডের বৃক্ষরোপন সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৩, ২০২৩
০৯:৪৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২৩
০৯:৪৫ অপরাহ্ন



সিলেট ক্লাব লিমিটেডের বৃক্ষরোপন সম্পন্ন


সিলেট ক্লাব লিমিটেডের বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ কর্মসূচী সম্পন্ন। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট সেডিয়ামে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় জামরুল, বেল, ভুবি, আমড়া, লুকলুকি, বেলফই, লেওইর, গোলাপ জাম, সফেদা, আতাফল সহ প্রায় শতাধিক গাছের ছাড়া রোপন করা হয়।

বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান, ভাইস প্রেসিডেন্ট হানিফ আলম চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য  ও ক্রিকেট সেক্রেটারী ফরহাদ কোরেশী, ডিরেক্টর এডমিন মুফতি তাহের আহমদ, ডিরেক্টর ফাইন্যান্স মোহাম্মদ হানিফ, ডিরেক্টর ফুড এন্ড একেমোডেশন রথীন্দ্র কুমার দাস নিশু, ডিরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রহমান সুমন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট সেডিয়ামের ম্যানেজার জয়দীপ দাস সুজক, ক্লাব সদস্য আবু সফিয়ান চৌধুরী মনি প্রমুখ।  

এএন/০৫