সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২৩
১০:৪৮ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় অনুষ্ঠিত পাঁচ ইউনিয়ন (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) পরিষদের নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথগ্রহন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
শপথগ্রহনের পূর্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার।
শপথগ্রহন অনুষ্ঠানের সভায় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।