সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২৩
১০:৩৪ অপরাহ্ন
পাঠক প্রিয় সপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট আলেমে দ্বীন, অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র সকল সহকর্মীদের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল ৫ টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের স্মৃতিচারণ করে বলেন, ‘রশীদ আহমদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের ভালবাসা যেভাবে অর্জন করেছিলেন, তা কখনও মুছে ফেলার নয়। তাঁর পত্রিকা দিয়ে সিলেটের মানুষকে যেভাবে সেবা দিয়েছেন তা ভুলে যাওয়ার নয়।’
তারা বলেন, ‘শুধু পত্রিকা নয়, এডভোকেট মাওলানা রশীদ আহমদ একজন প্রজ্ঞাবান আলেম, লেখক ও সত্যিকারের একজন সমাজ হিতৈষী ছিলেন, রাজনীতির মাঠে তিনি ভিন্ন দল করলেও অন্যান্য রাজনৈতিক সংগঠনের মানুষের কাছেও তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন প্রকৃত জনবান্ধব ব্যক্তিত্ব ছিলেন। সিলেট বারে যোগদানের পর অসহায় বিচারপ্রার্থীদের জন্য তিনি গঠন করেছিলেন জিবি লিগ্যাল এইড নামে সংগঠন। যার মাধ্যমে অনেক অসহায় মানুষ ন্যায় বিচার পেয়েছেন।’
বক্তারা তার মানবিক কার্যক্রম স্মরণ করে বলেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের যেখানেই কোন অসহায় মানুষের সংবাদ পেয়েছেন ছুটে গিয়েছেন মাওলানা রশীদ আহমদ। মহামারী করোনাকালে মৃত্যৃর আগ মুহুর্ত পর্যন্তও তিনি অসহায় মানুষের পাশে গিয়েছেন, সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন। এজন্য তিনি যুগ যুগান্তরে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন ।’
মাওলানা রশীদ আহমদের সমাজসেবামূলক কর্মকান্ডগুলো সমাজে বাঁচিয়ে রাখতে হবে মন্তব্য করে তারা বলেন, ‘বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকাটি সপ্তাহে না হয় মাসে বা তিন মাসে প্রকাশ করার জন্য তাঁর পরিবার ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আহ্বান জানাই।’
লেখক, সাংবাদিক মো. ফয়ছল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জ্যেষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাফাদার।
সাংবাদিক জাকারিয়া তালুকদারের কোরআন তেলাওয়াতে শুরুতে হওয়া সভায় বক্তব্য দেন, রাজনীতিবিদ ও সমাজসেবী এম সিরাজুল ইসলাম, দারুল ঊলুম গোলাপগঞ্জের মুহতামিম মাওলানা ইকবাল হোছাইন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, সমাজসেবী কবির আহমদ, দৈনিক সিলেটের ডাক গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম সোয়েব, সাংবাদিক আবুল কাশেম রুমন, যুবনেতা শফি আহমদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম আব্দুল জলিল, শহিদুর রহমান সুহেদ, যুবনেতা আনা মিয়া, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, খন্দকার বদরুল আলম, জাতীয় গণমাধ্যম কমিশন সদস্য কামাল খান, আব্দুর রহিম, সমাজসেবী রাসিক আহমদ প্রমুখ।
স্মরণ সভা শেষে এডভোকেট মাওলানা রশীদ আহমদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, শায়খুল হাদীস মাওলানা শায়খ হিলাল আহমদ।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পত্রিকার সহকর্মীদের পক্ষ থেকে প্রকাশিত ‘কর্মবীর’ নামে একটি স্মারকের মোড়ক উন্মুচন করেন অতিথিবৃন্দ।
এএফ/১৬