সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২৩
০৯:৪৭ অপরাহ্ন
সিলেটের শাহ্ খুররম ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেলেন কলেজের শিক্ষক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। নির্বাচনে তিনি পান ৮ ভোট। নির্বাচনে বিজয়ী হন কলেজের আরেক শিক্ষক কানিজ ফাতেমা।
আজ সোমবার (২৮ আগস্ট) নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর বেলা ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্য।
ঘোষিত ফলাফলে ১২ ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন অধ্যাপক কানিজ ফাতেমা।
ফলাফল ঘোষণার সময় শাহ্ খুররম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর ও বিদ্যোৎসাহী সদস্য এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এএফ/১২