সাবেক তথ্য সচিব মরতুজা আহমদের মায়ের ইন্তেকাল

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৮, ২০২৩
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২৩
১১:২২ অপরাহ্ন



সাবেক তথ্য সচিব মরতুজা আহমদের মায়ের ইন্তেকাল


সাবেক তথ্য সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার মো. মরতুজা আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশতাক আহমদের মা সফিয়া আখতার খানম আর নেই। রবিবার রাত ১১টার দিকে তিনি সিলেট নগরের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি নিউমুনিয়াসহ বাধ্যক্ষজনীত রোগে ভোগছিলেন।

তিনি ছিলেন ৯ সন্তানের জননী। মরহুমার সন্তানেরা সকলই উচ্চ শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত। তিনি ২০১৩ সালে রত্নগর্ভা মা হিসেবে ভূষিত হন। মরহুমা ছিলেন অত্যন্ত পরোপকারী ও ধর্মপরায়ন। তাঁর আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন সন্তানেরা।

এদিকে, আজ সোমবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

এএন/০১