সিলেটে বিএনপির মিছিল থেকে ‘ককটেল’ বিষ্ফোরণ, যুবককে ধরিয়ে পুলিশে দিলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৭, ২০২৩
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২৩
০৩:২২ পূর্বাহ্ন



সিলেটে বিএনপির মিছিল থেকে ‘ককটেল’ বিষ্ফোরণ, যুবককে ধরিয়ে পুলিশে দিলেন নেতাকর্মীরা


সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৬ আগস্ট) বিকালে নগরে কালো পতাকা মিছিল বের করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। এ সময় মিছিল থেকে ‘ককটেল’ ফুটানোর অভিযোগে আব্দুল কাদের জিলানী (২৫) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছেন দলের নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, ককটেল নয় বিষ্ফোরিত হয়েছে পটকা।

আটক জিলানি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পেশায় সিএনজি অটোরিকশা চালক জিলানি নগরের বেতের বাজার এলাকার ওয়াহিদ মিয়ার কলোনিতে বসবাস করেন। 

জানা গেছে, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে নগরের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠ থেকে কালো পতাকা মিছিল বের করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। সেটি সুরমা মার্কেট পয়েন্ট হয়ে কোর্ট পয়েন্ট যাওয়ার সময় বিষ্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় মিছিল থেকে ককটেল ফুটানোর অভিযোগে জিলানি নামে এক যুবককে ধরে পুলিশে দেন দলের নেতাকর্মীরা। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে এই ব্যক্তি মিছিলে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছেন। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, ‘বিএনপির মিছিল থেকে উনারা (বিএনপি) আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’ তিনি আরো বলেন, ‘ককটেল নয় পটকা জাতীয় কিছুর বিষ্ফোরণ ঘটানো হয়েছে।’


এএফ/০৪