সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৪, ২০২৩
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২৩
০৬:৫৫ অপরাহ্ন
সিলেট নগরের আম্বরখানা এলাকায় একটি মেস থেকে শিপু মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে আম্বরখানার গোল্ডেন টাওয়ার সংলগ্ন ‘বারি ম্যানশন’ তৃতীয় তলার ২৩৯ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিপু সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভরারগাঁওয়ের আব্দুল লতিফের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন।
তিনি বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা এসে লাশটি উদ্ধার করি। সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
এএফ/০৫