কুলাউড়া প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৩
১১:৫৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২৩
১১:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে পুকুর থেকে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার উদ্ধার করা হয়েছে। পরিবারের লোক জনের দাবি তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয় লোকজন ও নিহতের ছেলে আমির আলী জানান, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার স্ত্রী আমেনা বেগমকে ২২ আগস্ট রাত আনুমানিক ১১ থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘুমিয়ে পড়েন। ২৩ আগস্ট বুধবার ভোরে পাশের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে জানান।
খবর পেয়ে কুলাউড়া খানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায় দিনই নিখোঁজ হয়ে যান। আবার ফিরে আসেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতির জন্য জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজন। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। না হলে নিয়মমাফিক ময়নাতদন্ত করা হবে।
জেডএইচজেড-০১/এএফ-০৮