ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৩, ২০২৩
০৬:২০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২৩
০৭:৪৯ অপরাহ্ন



ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসদের ধর্মঘট প্রত্যাহার


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে হামলা-ভাংচুর, ইন্টার্ন চিকিৎসকদের হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে চলমান ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২৩ আগস্ট) দুপুর একটার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। বেলা তিনটা থেকে তারা কাজে যোগ দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সামন্ত মজুমদার।

এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-
ওসমানী হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভুঁইয়া নিরাপত্তার বিষয়টিতে নিশ্চিত করার ঘোষণা দেওয়ার পরে কর্মবিরতি প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতকরনে হাসপাতালে বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এছড়া হাসপাতালে এক সপ্তাহের মধ্যে অনসার সদস্য বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক আমাদের আশ্বাস দিয়েছে এমন অপ্রিতকর ঘটনা আর ঘটবে না। তাই আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহাক করে নিয়েছে। 

এর আগে গতকাল সোমবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক-নার্সদের হুমকির পাশাপাশি মারধর করেন। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে।

হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় কর্তৃপক্ষ চারজনের নাম উল্লেখ করে গতকাল রাতেই সিলেট মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। এ মামলায় পুলিশ রোগীর চার স্বজনকে গ্রেপ্তার দেখিয়েছে। তবে রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা গেছেন। 

এ ঘটনার পর কর্মবিরতি নিরসনে আন্দোলনরতদের বৈঠকে আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠকের প্রস্তাব পাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরপর দুপুর দেড়টার দিকে তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈঠক চললেও কোনো সুরাহা হয়নি। বৈঠক শেষে বুধবার দুপুর পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে আলোচনা হয়েছে। আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভূঁইয়া। যদি আমাদের চোখে তা পরিলক্ষিত হয় তবে কর্মবিরতি প্রত্যাহার করে নেব।


এএফ/০৪