ধর্মঘট নিয়ে ওসমানীর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২২, ২০২৩
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২৩
০৭:৪৮ অপরাহ্ন



ধর্মঘট নিয়ে ওসমানীর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষ


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা এবং ভাংচুর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার রাত থেকে এই ধর্মঘট চলছে।  

ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা বলছেন, হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। ফলে কর্মবিরতির কারণে বিঘ্নিত হচ্ছে রোগীদের সেবা, বাড়ে ভোগান্তি।

এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে দুই দফা বৈঠক করেও কোনো সমাদানে যেতে পারেননি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে আজ আবারও তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

 আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিওমেক সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকালই চার জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- আবদুল মালিক (৫৪), সাবেল আহমদ, জুবেল আহমদ ও জুয়েল আহমদ।


এএফ/০২