শাবিপ্রবি’র পিএসএস অ্যালামনাইয়ের সভাপতি প্রতাপ, সম্পাদক সোহেল

শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ২২, ২০২৩
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২৩
০৩:২১ পূর্বাহ্ন



শাবিপ্রবি’র পিএসএস অ্যালামনাইয়ের সভাপতি প্রতাপ, সম্পাদক সোহেল

সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পিএসএ বিভাগের সাবেক শিক্ষার্থী প্রতাপ চন্দ্র চৌধুরীকে সভাপতি এবং মো. মোতাহের হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ সোমবার (২১ আগস্ট) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন কমিটি ঘোষণা করেন অ্যালামনাইয়ের সদ্য সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য জহিরুল হক শাকিল।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জিয়া উদ্দিন মনোনীত হয়েছেন। এর আগে গত ২৮ জুলাই দিনব্যাপী ক্যাম্পাসে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে শাবিপ্রবিতে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভক্ত হয়ে পলিটিক্যাল স্টাডিজ এবং পাবলিক এডমিনিস্ট্রেশন নামে শিক্ষা কার্যক্রম শুরু করে


এএফ/১৩