বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন সিলেট ইউনিট কমিটির সভা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২৩
০৫:৫২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২৩
০৫:৫২ পূর্বাহ্ন



বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন সিলেট ইউনিট কমিটির সভা


বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের কার্যকরি কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ আগস্ট) রাতে নগরের দি এইডেড স্কুল শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুসনুল মো. আনিসুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য শেখ তোফায়েল আহমেদ সেফুলকে সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। 

সভায় উপস্থিত ছিলেন বেকা, সিলেট ইউনিটের কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে মো. মিজানুর রহমান, মো.আতিকুর রেজা চৌধুরী, মো. মজির উদ্দিন, বিভাস রায়, কাওছার আহমদ চৌধুরী, জয়শ্রী দেব জয়া, সুলতান মোহাম্মদ রাজু, মোহাম্মদ মুহিবুর রহমান, পিকলু সরকার, আবুল মুনিম মল্লিক, শেখ তোফায়েল আহমেদ শেফুল, মো.আমিনুল ইসলাম, মো.শাহ আলম রাফি প্রমুখ।

এএন/০২