নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে এসিআই, রূপায়ন হাউজিংয়ের অংশগ্রহণে ‘জব ফেয়ার’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২৩
১০:১৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২৩
১০:১৬ অপরাহ্ন



নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে এসিআই, রূপায়ন হাউজিংয়ের অংশগ্রহণে ‘জব ফেয়ার’


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শেখঘাটস্থ ক্যাম্পাসে এসিআই লিমিটেড ও রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড এর যৌথ অংশগ্রহণে দিনব্যাপী ‘জব ফেয়ার’ আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ মেলা অনুষ্ঠিত হবে। 

সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীসহ ডিগ্রীধারী চাকুরী প্রার্থীরা উক্ত মেলায় অংশ গ্রহণ করতে পারবেন। 

মেলায় চাকুরী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় এসিআই লিমিটেড ও রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষ থেকে উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করবেন।

‘জব ফেয়ার’ থেকে নির্বাচিত প্রার্থীদের এসিআই লিমিটেড ও রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড এর বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে।  এছাড়াও এ ‘জব ফেয়ার’ থেকে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভবিষ্যতে  বিভিন্ন পদে নিয়োগ প্রদানের জন্য বিবেচনায় রাখা হবে। 

‘জব ফেয়ার’ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে।

আগ্রহী চাকুরী প্রার্থীদের ‘জব ফেয়ারে’ অংশগ্রহণ নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।


এএফ/১০