শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৩
০৯:৩৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২৩
০৯:৩৪ অপরাহ্ন
রিশাদ ঠাকুর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ দলের কর্মীকে মারধরেরর ঘটনায় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা হয়েছেন এক ছাত্রলীগ নেতা।
আজ রবিবার (২০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার ধারাবাহিকতা প্রচেষ্টা চালানো এবং সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতনের শিকারে পরিণত করার অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এর আগে গত ১৯ আগস্ট নিজ গ্রুপের কর্মীকে রুমে ডেকে মারধর ও হুমকি প্রদানের অভিযোগ উঠে এ নেতার বিরুদ্ধে।
এইচএন-০১/এএফ-০৮