সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধক কিট প্রদান রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২৩
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২৩
০৪:৩৬ অপরাহ্ন



সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধক কিট প্রদান রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের


সারাদেশের ন্যায় ডেঙ্গুর প্রকোপ যখন সিলেটে হু করে বাড়ছে ঠিক সেই মুহুর্তে সিলেট সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধক র‌্যাপিড টেস্টিং কিট প্রদান করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।

শনিবার (১৯ আগস্ট) সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এর কাছে র‌্যাপিড টেস্টিং কিট হস্তান্তর করা হয়।

পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটেরিয়ান এইড (ডিজি একো) এর আর্থিক সহযোগিতায় জার্মান, ড্যানিশ রেড ক্রস ও আই  এফআরসি’র কারিগরি সহযোগিতায় বাংলাদেশে রেড ক্রিসেন্টের মাধ্যমে এই কিট হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, ডেনিশ রেড ক্রসের হেলথ ম্যানেজার ডা. আরিফা হাসনাত আলী।

এসময় উপস্থিত ছিলেন ডেনিশ রেড ক্রসের ফিনান্স অফিসার খোকন মিয়া, পিপিপি প্রজেক্ট এর  ফিল্ড ইপিপিআর অফিসার এ বি এম মোয়াজ্জেম হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটএর যুব প্রধান পলাশ গুণ।

এএন/০৬