ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২০, ২০২৩
০৫:১৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২৩
০৫:১৩ পূর্বাহ্ন



ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা


সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ওয়াকিং কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৯ আগস্ট)  বিকেল ৪টায় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।

সাবেক সচিব, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলজের অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় সভায় বক্তব্যে দেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি, অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ডা. রঞ্জিত কুমার দে, আবদুর নূর মছলায়, আবদুল মুতলিব মছন, মোহাম্মদ আলা উদ্দিন, শাহাব উদ্দিন, মজির উদ্দিন চাকলাদার, আবুল লেইছ, আবদুছ ছায়েদ, ওয়াকিং কমিটির সদস্য জাকের আহমদ, রুহুল আহমদ আকন্দ, জাহাঙ্গীর আলম, হোসেন আহমদ, হোসাইন আহমদ, আনোয়ার হুমায়ুন, গোলাম রসুল খান প্রমুখ। এছাড়াও সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সদস্য সংগ্রহের কার্যক্রম আরও জোরদার, যুক্তরাজ্য থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করার জন্য ৫জন অ্যালামনাইকে দায়িত্ব প্রদান এবং ১২৫ বছর পূতি উদযাপন অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আলোচনা করার জন্য আগামী সোমবার ২১ আগস্ট বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।