সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২৩
১০:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২৩
০১:১৩ পূর্বাহ্ন
বিগত ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাজধানীতে দলের কেন্দ্রীয় কর্মসূচিতে গ্রেনেড হামলার নারকীয় ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করতে সিলেট মহানগর আওয়ামী লীগ।
আগমী সোমবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় নগরের কেন্দ্রয়ি শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিলটি বের হবে। মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে ।
সিলেট মহানগর আওয়ামী লীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে পরিচালিত নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার ২১ আগস্ট দুপুর ১২ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে ।’
প্রতিবাদ মিছিলের কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ৪২ টি ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এএফ/০১