সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২৩
১২:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২৩
১২:৫৫ পূর্বাহ্ন
হযরত মাওলানা মো. শাহ হাবিবুর রহমান খোরাসানী (র.) ৪৩তম পবিত্র ওরশ ২০ আগস্ট রবিবার শুরু হবে।সিলেট মহানগরীর জালালাবাদ থানার মইয়ারচরে অবস্থিত দরবার শরীফে প্রতি বছর ওরশ উপলক্ষে ভক্ত-আশেকানদের ঢল নামে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্পনগরী খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন ওরশে। শান্তিপুর্ণভাবে ওরশ সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন আবু কমর খোরাসানী। তিনি জানান, হযরত মাওলানা মো. শাহ হাবিবুর রহমান খোরাসানী (র.) হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ওলিয়েকামেল মাশুকুল মাওলা, চিরস্থায়ী গাউসুল আজম, মাহবুবে রব্বানী। দেশ-বিদেশে তাঁর অগণিত ভক্ত-আশেকান রয়েছে। যারা ওরশ উপলক্ষে দরবারে সমবেত হন। তিনি শান্তিপুর্ণভাবে ওরশ আয়োজনে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
তিন দিনব্যাপী ওরশের মধ্যে রয়েছে প্রথম দিন বাদ ফজর পবিত্র কোরআন তেলাওয়াত, বাদ আসর মিলাদ মাহফিল, বাদ মাগরিব যিকিরে মোরাকাবা ও বাদ এশা দরুদে মোরাকাবা। দ্বিতীয় দিন সোমবার বাদ ফজর পবিত্র কোরআন তেলাওয়াত, বাদ যোহর রওজা গোসল, বাদ আসর গিলাপ পরিধান, বাদ মাগরিব যিকিরে মোরাকাবা ও বাদ এশা দরুদে মোরাকাবা। শেষ দিন মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরশের।
এএন/০৮