সিলেট বাণী ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২৩
১১:৪৭ অপরাহ্ন
সিলেটের সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিজিবির একটি চৌকষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর থানার সারিঘাট বিছনারটেক এলাকায় এসব পণ্য আটক করে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার উন্নত মানের ভারতীয় শাড়ী ১ হাজার ১৪৭ পিস ও বিভিন্ন প্রকার কসমেটিকস্ ৭ হাজার ৯০৪ পিস। যার সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, দীর্ঘ দিন যাবত চোরাচালানকৃত মালামাল আটকের নিমিত্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, আটককৃত ভারতীয় শাড়ী ও কসমেটিকস্ সামগ্রী কাস্টমসে জমা দেওয়া হবে।
এএন/০৬