সরকার পদত্যাগের দাবিতে নগরে বিএনপির গণমিছিল

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৮, ২০২৩
১১:৩৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২৩
১১:৩৩ অপরাহ্ন



সরকার পদত্যাগের দাবিতে নগরে বিএনপির গণমিছিল


সরকারের পদত্যাগে এক দফা দাবিতে সিলেটে গণমিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রেজিস্টারি মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশ নেন।

গণমিছিলের পর সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গণমিছিলে অংশ নেন বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, মামুনুর রশিদ মামুন, মিফতা সিদ্দিকী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, রেজাউল হাসান কয়েস লোদীসহ হাজারো নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেছেন সরকার পতনের এদ দফা বাস্তবায়ন ছাড়া বিএনপির আন্দোলন চলবে। চলমান আন্দোলন বানচালের যে কোন ষড়যন্ত্র থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারা কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচী ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এএন/০৫