এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৪০০

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৭, ২০২৩
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২৩
০৯:৫৪ অপরাহ্ন



এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৪০০

-ফাইল ছবি


সারাদেশের মতো সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেটেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রথম দিনে সিলেটের ৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেটে মোট ৭৬ হাজার ৮২ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রথম দিনে সিলেট শিক্ষাবোর্ডে মোট ৪০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ৭৩ ও সুনামগঞ্জে ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ জানান, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বিভাগের ৮৬ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ১৮ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ১৪ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ২১ টি কেন্দ্র রয়েছে। এবার বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৮২ জন। তবে প্রথম দিনে কেউ বহিষ্কার হয়নি।

 বিভাগের চার জেলার মধ্যে বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেট জেলার ৩২ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬৮ জন, হবিগঞ্জ জেলার ১৪ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৪ জন, মৌলভীবাজার জেলার ১৫ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৩ ও সুনামগঞ্জ জেলার ১৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮২ জন।


এএফ/১১