জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৭, ২০২৩
০৯:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২৩
০৪:৪৩ পূর্বাহ্ন



জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগের মানববন্ধন


বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও অনুষ্ঠিত হয়েছে ‘সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস’ এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ। 

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা দুইটায় নগরের সিলেট জেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উসকানির জবাব রাজপথেই দেওয়া হবে।’

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সবসময় একটি ষড়যন্ত্রকারী দল হিসেবে পরিচিত মন্তব্য করে বক্তারা বলেন, ‘বিএনপি বাংলাদেশের ঐক্য, অগ্রযাত্রা এবং উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দল হিসেবে আজ চিহ্নিত। অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি ও তাদের দোসররা আবার এক হচ্ছে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির চাকাকে থামিয়ে দিতে। বিএনপি ও তাদের দোসররা তাদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে।’ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের এই সময়ে ঐক্যবদ্ধ থেকেই বিএনপি ও তাদের দোসরদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে জানিয়ে তারা বলেন, ‘বিএনপি ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে।’

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শাহিদুর রহমান শাহিন, মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু , গোলাপ মিয়া, ডা. নাজরা আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকিম দীনা আক্তার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।


এএফ/০৯