সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩
১১:২৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৩
১১:৪৪ অপরাহ্ন
নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সিলেটের সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। মঙ্গলবার (১৫ আগস্টের) শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, প্রবন্ধ পাঠ, আবৃত্তি, আলোচনা ও দোয়া মাহফিল ।
শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ, সাবেক ডিন বর্তমানে কানাডা প্রবাসী অধ্যাপক মো. তানভীর আহমদ চৌধুরী এবং শোক দিবস আয়োজক কমিটির আহবায়ক, সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ।
![]()
এর আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিএসই বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, আবৃত্তি করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবা জেনিয়া তৃপ্তি। শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ।
শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের শাহাদাত জয়, ইংরেজি বিভাগের সাগর রায় এবং এমবিএ প্রোগ্রামের দ্বীপ রাজ দাস।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস লিখিত বঙ্গবন্ধুর উপর গবেষণাধর্মী প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন।
![]()
বক্তব্য দেন অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক মো. তানভীর আহমদ চৌধুরী, বর্তমান ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. রঞ্জিত কুমার দে।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তাঁর সুযোগ্য নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।’
বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশ প্রেম ধারণ করে বাঙালি জাতি তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য ১৫ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনায় নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বন্দর বাজার আল খাজা মার্কেট মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান।
এএফ/১২