নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৩
০৮:০৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৩
১১:৩৭ অপরাহ্ন
মানতবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়েতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) বেলা দুইটার দিকে নগরের চৌহাট্টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় তাদের সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায়।
জানাজাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ।
এর আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করতে চাইলে অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আমরা আয়োজন করিনি, জনগণ এটি করেছেন। অনুমতি না পাওয়ায় আমরা জানাজা স্থগিত করেছি। কিন্তু সে ঘোষণা সবাই পাননি। যে কারণে অনেকে জড়ো হন ‘
এএফ/০৭