সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩
০৬:৪৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৩
০৮:১৩ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করছে না সিলেট জামায়াত।
আজ বুধবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর সিলেট আলিয়া মাদরাসা ময়দানে এই জানাজার আয়োজন করতে চাচ্ছিল দলটি। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিলেট জামায়াতের নেতৃবৃন্দ।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন, ‘এ বিষয়ে পুলিশকে অবগত করেনি জামায়াত। আর অবগত করলেও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় জানাযার অনুমতি দেওয়া হবে না।’
এএফ/০৪