শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩
০৮:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২৩
০৮:৫৮ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবুল হাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গণি, শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. মুর্শেদ আহমেদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমেদ, সহায়ক কর্মচারী সমিতির সহ-সভাপতি মো. মফিজ মিয়া, ছাত্রলীগ নেতা মো. খলিলুর রহমান, মো. সজিবুর রহমান, মো. সুমন মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই মূহুর্তে দেশ বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের উন্নয়ন তারা সহ্য করতে পারে না। বর্তমানে দেশে দুটি পক্ষ, একটি বঙ্গবন্ধুর, অন্যটি মুক্তিযুদ্ধ বিরোধী। আপনারা অবগত আছেন যে, শেখ হাসিনা সরকারের না আসলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি কিন্তু তারা আমাদের ক্ষমা করবে না। এই সরকার না থাকলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। তাই আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা আমাদের করতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে, দেশ পিছিয়ে পড়বে। তাই আমাদের এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এর আগে সকালে শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক-২ এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পুস্পস্তবক অর্পণ শেষে শাবি শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মচারী ইউনিয়ন, কর্মচারী সমিতি, ছাত্রলীগ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়। পরে আইআইসিটির সম্মুখে লেকে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য। এদিকে শোক দিবস উপলক্ষে বাদে যোহর বিশ্ববিদ্যারয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এইচএন-০১/এএফ-০৮