সিলেটে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১১, ২০২৩
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২৩
১১:৩৩ অপরাহ্ন



সিলেটে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

আচ শুক্রবার (১১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর জানায়, এ এলাকায় স্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএফ/০৫