সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৮, ২০২৩
১০:১৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২৩
১০:১৬ অপরাহ্ন
অবরোধ চলাকালে চৌহাট্টায় যানবাহন যেতে বাঁধা দিয়ে ঘুরিয়ে দেয় শিক্ষার্থীরা।
উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পেছানোর দাবিতে সিলেটে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বেলা পৌনে একটার দিক থেকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।
পরে পুলিশের আশ্বাসে বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে। তবে তাদের কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক (ইউনিফর্ম) পরিধান করেছিল না। ১৭ আগস্ট থেকে দেশব্যাপী সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা রয়েছে।
স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার বেলা একটার দিক থেকে বৃষ্টিতে ভিজে বেশ কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
শিক্ষার্থীরা বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় আড়াই বছর সময় পেয়েছিলেন। আড়াই বছর সময় নিয়ে তাদের ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ২০২৩ সালে পরীক্ষার্থীরা মাত্র দেড় বছর সময় পেয়েছে। উপরন্তু তাদের ১০০ নম্বরের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। এ ছাড়া গত বছর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষা নেওয়া না হলেও এবার সে বিষয়েও পরীক্ষা হবে। সবদিক বিবেচনা করে তারা পরীক্ষা এক মাস পিছিয়ে নেওয়া এবং ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার আহ্বান জানায়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সড়ক দিয়ে চলাচল করা জনসাধারণ ভোগান্তিতে পড়েন। বেলা পৌনে তিনটার দিকে আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। এ সময় পুলিশের আশ্বাসে অবরোধ স্থগিত ঘোষণা করে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা।
একজন শিক্ষার্থী এ সময় বলে, ‘আমরা আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে এইচএসসি শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো আশ্বাস কিংবা পদক্ষেপ নেওয়া না হলে ফের আন্দোলনে নামব।’
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলী মাহমুদ বলেন, সড়ক অবরোধের কারণে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি আন্দোলনকারীদের জানানো হয়। পুলিশের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের স্মারকলিপির কপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এএফ/০৫