সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৬, ২০২৩
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন
অবশেষে ভারমুক্ত হয়ে সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
আজ রবিবার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০২১ সালের ২ সেপ্টেম্বর বার্ধক্যজনিত রোগে মারা যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা যান । এরপর থেকেই সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পড়ে শফিকুর রহমানের কাঁধে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন।
দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে আজ গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা-মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
এএফ/১১