অবশেষে জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিক চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৬, ২০২৩
০৯:৪৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন



অবশেষে জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিক চৌধুরী


অবশেষে ভারমুক্ত হয়ে সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

আজ রবিবার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ২০২১ সালের ২ সেপ্টেম্বর বার্ধক্যজনিত রোগে মারা যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা যান । এরপর থেকেই সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পড়ে শফিকুর রহমানের কাঁধে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন।

দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে আজ গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ। 

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা-মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।


এএফ/১১