সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৬, ২০২৩
০৫:৩৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২৩
০৫:৩৫ অপরাহ্ন
সিলেট জেলায় অবস্থানরত ছাতক উপজেলাবাসীর সংগঠন ছাতক সোশ্যাল ফোরাম সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাতে নগরের আম্বরখানায় ফোরামের কার্যালয়ে দ্বি-বার্ষিক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুহিবুর রহমান নতুন সভাপতি এবং হাফিজ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এনামুল হক রুবেল।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার নতুন কমিটি ঘোষণা করেন।
নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আবু হুরায়রা ছুরত, সহসভাপতি শাহ আলম, সহসভাপতি আক্তার মিয়া, সহসভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি নজমল হোসাইন, সহসভাপতি মিজানুর রহমান জাবেদ, সহসভাপতি রফিক আহমদ চৌধুরী। সহ সাধারণ সম্পাদক হয়েছেন আলী আমজদ, এনাম আহমদ চৌধুরী ইমন, হোসাইন আহমদ তালুকদার। সহসাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ রহমান তারেক ও সম্পাদক প্রকাশ দেবনাথ।
অর্থ সম্পাদক আমীর হোসেন, সহঅর্থ সম্পাদক কামরুল ইসলাম জাহেদ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এটি এম তারেক, সহশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এলিট আচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাউদ্দিন নোমান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শোয়েব আহমদ তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদ হোসেন আরিফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বদরুদ্দোজা শাফি, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক হুমায়ুন রশীদ শাহীন ও ফখরুল ইসলাম শামীম, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, সহমানব সম্পদ সম্পাদক রুকন উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সহদপ্তর সম্পাদক শামছুল আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জায়েদ আহমদ, সহআইন সম্পাদক টনি কুমার আচার্য, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বাসবী চৌধুরী, সহমহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কোহেলি রায় ও রুবাইয়াত বিনতে ওয়াহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান তালুকদার, সহছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক , সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাকি, আপ্যায়ন সম্পাদক সোহাদ মিয়া ও সহআপ্যায়ন সম্পাদক শ্যামল চন্দ্র কর।
কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মাছুম আহমদ, এনামুল হক চৌধুরী, সাইফুল আলম, ডাক্তার অভিজিত শর্মা, আজির উদ্দিন, নিশিকান্ত দেবনাথ রঞ্জন।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, এডভোকেট শফিকুল ইসলাম, মাওলানা আনোয়ারুল্লাহ, বাবু হরিলাল বণিক ও আরিফ খান।
নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘ছাতক সোশ্যাল ফোরাম একটি সার্বজনীন সামাজিক সংগঠন। আমরা যারা ছাতকের বাসিন্দা কিন্তু বিভিন্ন প্রয়োজনে সিলেটে থাকি আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় ও নতুন প্রজন্মের সাথে নাড়ির সেতুবন্ধন করতেই আমাদের এই উদ্যোগ।’ আগামীতে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার বলেন, ‘আমাদের পরিচয় আমরা ছাতকের মানুষ। আমাদের ভালবাসা হৃদয়ের বন্ধনকে আমরা ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। ছাতকের হারিয়ে যাওয়া গৌরব পূনরুদ্ধার ও ভবিষ্যত প্রজন্মে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে ছাতকের সম্মান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফোরাম কাজ করবে। নবনির্বাচিত সকলকে অভিনন্দন জানান তিনি।’
এএফ/০৭