শাবিপ্রবিতে বসছে ময়লার বিন, তৈরি হবে জৈবসার

শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ০৬, ২০২৩
১২:২৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২৩
০৪:০৫ অপরাহ্ন



শাবিপ্রবিতে বসছে ময়লার বিন, তৈরি হবে জৈবসার


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে নতুন ৫০টি বিন।

এই বিন থেকে ময়লা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত কারণের মাধ্যমে জৈবসার তৈরি করা হবে। পরবর্তীতে সারগুলো ক্যাম্পাসের বৃক্ষের পুষ্টিগুণ বৃদ্ধিতে ব্যবহার করা হবে।

আজ শনিবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন।  

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে ৫০টি বিন স্থাপন করা হবে। এসব বিন থেকে রাসায়নিক পদার্থ, শাকসবজি-ফলমূলের খোসাসহ তিন ধরণের ময়লা সংগ্রহ করা হবে। এরপর মেশিনে প্রক্রিয়াজাত করে জৈবসার তৈরি করা হবে।


এইচএন-০১/এএফ-০৯