সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৫, ২০২৩
০৫:১৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২৩
০৫:১৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহেব নগর এলাকায় নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে লাশটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মৃত ব্যক্তিকে স্থানীয় কেউ চিনতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। গায়ে কালো রংয়ের প্যান্ট ও চেক শার্ট পরা। তার মুখে দাঁড়ি আছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশটি অন্তত ১৫ থেকে ২০ দিন পানিতে থাকায় ফুলে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এএফ/০৩